নমস্কার বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে 8 February Current affairs In Bengali সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিবছর প্রতিটি সরকারি চাকরির পরীক্ষা যেমন — WBCS, PSC Clerkship,PSC, Food SI, রেলের পরীক্ষা, ব্যাংক, IB,SSC, Staf Selection Commission এবং LIC পরীক্ষায় Daily Bengali Current Affairs 2024 থেকে প্রশ্ন আসে।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৪ এর গুরুত্বপূর্ণ তথ্য গুলি জেনে নিয়ে ভালো করে অভ্যেস করে নাও। তাহলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের জ্ঞানের ভান্ডার আরও মজবুত হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স mcq প্রশ্ন উত্তর সব তোমরা উত্তর দিতে পারবে। এরকম প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স এর হদিস পেতে দেখুন niharikasolution.com ।
তাহলে চলো জেনে নিই আজকের Gk কারেন্ট অ্যাফেয়ার্স আর প্রশ্ন উত্তর।
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪ ফেব্রুয়ারি - 8 February 2024 Current affairs :
![]() |
| কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা২০২৪ ফেব্রুয়ারি - 7 February 2024 Current affairs |
![]() |
| 6 February 2024 Current Affairs In Bengali -Daily Current Affairs |



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any questions please ask